অনিবন্ধিত পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নেব: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, নতুন কেউ অনলাইন নিউজ পোর্টাল নিয়ে আসতে চাইলে তাদের নিজেদের প্রমাণ করার সময় দেওয়া দরকার। আর যারা অনিবন্ধিত, আমি মনে করি অবৈধভাবে কোনো কিছু ঠিক না, তারা সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে না। সেগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেব। আর এটা আপনাদের (সাংবাদিক) দাবি। আমি কিন্তু বলছি না। আমি সরকারের প্রতিমন্ত্রী হিসাবে আপনাদের দাবি পূরণের ঘোষণা দিচ্ছি।

মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ (ওনাব) নেতাদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, এখানে গণমাধ্যম এতটাই মুক্ত ও স্বাধীন যে, নিবন্ধন ছাড়াও চলতে পারে। বরং আপনারাই (সাংবাদিকরা) বলছেন, শৃঙ্খলার স্বার্থে কিছুটা নিয়ন্ত্রণ ও নজরদারি দরকার। কিন্তু আমরা এগুলো করি না। যেটা প্রমাণ করে, শেখ হাসিনার সরকার সংবাদমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতায় বিশ্বাস করে।

আলী আরাফাত বলেন, তবে আমি মনে করি, স্বাধীনতা এমন পর্যায়ে চলে গেছে, যেটা লিমিটলেস (সীমাহীন)। যে কারণে কিছুটা শৃঙ্খলার অভাবও হয়ে গেছে। আপনাদের দাবির সঙ্গে আমি একাত্মতা প্রকাশ করছি। যেহেতু নিবন্ধনের একটা প্রক্রিয়া আছে, সেটাকে কার্যকর করা দরকার। যারা নিবন্ধিত, তাদের কিছুটা প্রণোদনা ও সহায়তা দেওয়ার দরকার আছে, দায়িত্বশীল সাংবাদিকতাকে প্রমোট (এগিয়ে) করার জন্য।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের এখন ৪২৬টি নিবন্ধিত অনলাইন পোর্টাল আছে। এরমধ্যে ২১৩টির মূলধারার গণমাধ্যমে আছে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া। আর ২১৩টি কেবল অনলাইন নিউজ পোর্টাল। আরও কিছু প্রক্রিয়ার মধ্যে আছে।

এ সময় ওনাব সভাপতি মোল্লাহ এম আমজাদ হোসেন,সহসভাপতি লতিফুল বারী হামিম ও সৌমিত্র দেব, যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান ও আশরাফুল কবির আসিফ, কার্যনির্বাহী সদস্য নজরুল ইসলাম মিঠু, তৌহিদুল ইসলাম মিন্টু, রফিকুল বাসার, হামিদ মো. জসিম, মহসিন হোসেন, অয়ন আহমেদ, খোকন কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

Share this article

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top