অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওনাব)
সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোকে একটি প্লাটফর্মে দাড় করানোর জন্যই অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ – ওনাব এর জন্ম। নিবন্ধিত অনলাইনের মালিকরাই এই সংগঠনের সদস্য তবে কোন মালিক চাইলে তার প্রতিনিধিকে এই সংগঠনের জন্য মনোনয়ন দিতে পারেন। প্রথমে একটি আহবায়ক কমিটি এবং পরে কাউন্সিলের মাধ্যমে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নিবন্ধিত অনলাইন মালিকরা যাতে সরকারি বিজ্ঞাপনসহ সরকারের বিভিন্ন সহযোগিতা পায় সেটাও এই সংগঠনের অন্যতম লক্ষ্য। এজন্য ইতিমধ্যেই সংগঠনের পক্ষ থেকে বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠকও করা হয়েছে। যারা নিবন্ধন পাওয়ার পরও এই সংগঠনের সদস্য হননি তাদের প্রতি সদস্য হওয়ার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি।